শেরপুরে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। ১৯ এপ্রিল বুধবার সকালে শহরের গৌরীপুর এলাকার নতুন বাসটার্মিনাল থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে কুড়িগ্রাম জেলার চরভগবানপুর গ্রামের মো. জমের শেকের ছেলে মো. আব্দুল মালেক (৪৫) ও একই গ্রামের মো. আমির হোসেনের ছেলে মো. আব্দুর রাজ্জাক (৪০)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১০টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলের নেতৃত্বে এসআই মাহফুজ সঙ্গীয় ফোর্সসহ শহরের গৌরীপুর মহল্লার নতুন বাসটার্মিনাল এলাকায় অভিযান চালায়। অভিযানকালে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজিতে তল্লাশী চালানো হয়। ওইসময় ওই সিএনজিতে থাকা মো. আব্দুল মালেক ও মো. আব্দুর রাজ্জাককে সন্দেহ হলে তাদের সাথে থাকা দুইটি স্কুল ব্যাগ তল্লাশী করে ৩টি প্যাকেটে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাদের আটক করা হয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিকভাবে জানিয়েছে, মাদকগুলো রৌমারী থেকে সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই ঘটনায় শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছে সদর থানা পুলিশ।