নিজ নিজ লিগে দুদলই খারাপ সময় কাটাচ্ছে। তবে চ্যাম্পিয়ন লিগ এলেই রিয়াল মাদ্রিদের ঘাড়ে অন্য কিছু ভর করে। তাইতো আসরটির কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসিকে হারাতে বেগ পেতে হলো না কার্লো আনচেলত্তির শিষ্যদের। ২-০ গোলের দারুণ জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল গ্যালাকটিকোরা। ১২ এপ্রিল বুধবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ইংলিশ জায়ান্ট ব্লুজদের আতিথেয়তা জানায় রিয়াল। তবে ম্যাচে করিম বেনজেমার গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও। দ্বিতীয়ার্ধের শুরুতে বেন চিলওয়েলকে হারিয়ে ১০ জনের দলে পরিণত চেলসি।
খেলার ২১তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। দানি কারভাহালের দারুণভাবে উঁচু করে বাড়ানো বল বক্সে পেয়ে ভলি করেন ভিনিসিউস, আরিসাবালাগা ঝাঁপিয়ে কোনোমতে এক হাত দিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। আলগা বল খুব কাছ থেকে টোকায় জালে পাঠান বেনজেমা।
বিরতির পর ৫৯তম মিনিটে অনেক বড় ধাক্কা খায় চেলসি। ডি-বক্সে ঢোকার মুখে রদ্রিগোকে টেনে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন ইংলিশ ডিফেন্ডার বেন চিলওয়েল।
এরই সুযোগে ম্যাচের ৭৪তম মিনিটে রিয়ালে ব্যবধান দ্বিগুণ করেন তিন মিনিট আগে বদলি নামা আসেনসিও। মদ্রিচের ছোট করে নেওয়া কর্নারে টনি ক্রুসের পা ঘুরে বক্সে বল পেয়ে আসেনসিওকে খুঁজে নেন ভিনিসিউস। স্প্যানিশ মিডফিল্ডারের নিচু শট ঝাঁপিয়েও ঠেকাতে পারেননি গোলরক্ষক।
আগামী মঙ্গলবার ফিরতি লেগে চেলসির মাঠে খেলতে যাবে রিয়াল।
এদিকে কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে নাপোলিকে ঘরের মাঠে ১-০ গোলে হারিয়ে সেমির পথে এগিয়ে রইল এসি মিলান।