কিশোরীকে পেতে হলে
অবোধ হও, মেশো-খেলো, কুতকুত ছলে,
তবে ফেসে যেতে পার শিশু আইনের এঙ্গেলে।
তরুণীকে পেতে হলে
মিশে যাও করুনা ছলে, খেলো গোল্লাছুট,কানামাছি ভৌ-ভৌ,
কথা চালাও মুঠো বার্তায় যেনো ফুলেল প্রশংসার গন্ধে মৌ-মৌ।
যুবতীকে পেতে হলে
সাবধানে হাত বাড়াও, পিছু লও কাতর হয়ে,
মুখ ফেরালেই ছিটকে পড়ো না- থেকো সয়ে-সয়ে।
রমনীকে পেতে হলে
কোনো সংকুচ নয়, কথা চালাও,
সাহস করে সরাসরি বলেই ফেলও।
কিশোরী, তরুণী ও যুবতীকে পাওয়া যতোটা কঠিন,
রমনী তার বিপরীত; বিদগ্ধ কবিরাজের অভিমত
রমনীই প্রেমে তাপে নিরাপদ এ যুগের সেরা কুইনাইন।
০৩/০৩/২৩ ইং