সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচে ৬-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। বেনজেমার হ্যাটট্রিকের পাশাপাশি রিয়ালের অন্য ৩ গোলদাতা রদ্রিগো, মার্কো আসেনসিও ও লুকাস ভাসকেস।
২৯ মিনিটে প্রথম গোল পান করিম বেনজেমা। ৩ মিনিট পর দ্বিতীয় গোল ফরাসি স্ট্রাইকারের। এর ৪ মিনিট পর হ্যাটট্রিক গোলটাও পেয়ে গেলেন রিয়াল মাদ্রিদ তারকা। সেটিও অসাধারণ এক বাইসাইকেল কিকে। ৭ মিনিটেই হ্যাটট্রিক!
১৯৯২ সালের ১৬ এপ্রিল এসপানিওলের বিপক্ষে রিয়ালের ৭-০ গোলের হয়ে ৬ মিনিটের মধ্যে ৩ গোল করেছিলেন ফার্নান্দো হিয়েরো। এরপর করিম বেনজেমার হ্যাটট্রিকটিই লা লিগায় রিয়াল মাদ্রিদের সবচেয়ে দ্রুততম হ্যাটট্রিক।
এই জয়ের পরও অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে থাকল রিয়াল। গত রাতে এলচেকে ৪-০ গোলে হারানো বার্সার পয়েন্ট ২৭ ম্যাচে ৭১। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫৯।
রিয়াল মাদ্রিদ প্রথম গোলটি পায় ২২ মিনিটে। আসেনসিওর পাস ভায়াদোলিদের বক্সে খুঁজে নেয় এগিয়ে আসা রদ্রিগোকে। ব্রাজিলিয়ান উইঙ্গার গোল করতে ভুল করেননি। ৭ মিনিট পর বেনজেমার প্রথম গোল।
৩২ মিনিটে ৩-০। রদ্রিগো থেকে ভিনিসিয়ুস হয়ে বল যায় বেনজেমার পায়ে। ভায়াদোলিদের দুই ডিফেন্ডারকে ঘোল খাইয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান বেনজেমা।
৪ মিনিট পরেই হ্যাটট্রিক। এবার ডান পাশ থেকে ক্রস রদ্রিগোর। অরক্ষিত বেনজেমা নিজেকে শূন্যে ভাসিয়ে ডান পায়ের বাইসাইকেল কিকে পেয়ে যান হ্যাটট্রিক। রিয়ালের ক্যারিয়ারে এই প্রথম ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক পেলেন বেনজেমা।
৪-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করা রিয়াল ৬৫ মিনিটে তুলে নেয় বেনজেমাকে। তার বদলি হিসেবে মাঠে নামেন এডেন হ্যাজার্ড। ৮ মিনিট পর সেই রদ্রিগোর পাস থেকেই গোল পেয়ে যান আসেনসিও। রিয়ালের শেষ গোলটি যোগ করা সময়ের প্রথম মিনিটে। হ্যাজার্ডের পাসে গোল করেন লুকাস ভাসকেজ।