এক সময়ের জনপ্রিয় তারকা ইপশিতা শবনম শ্রাবন্তী, যিনি এখন অভিনয়ে অনিয়মিত। এক যুগেরও বেশি সময় ধরে তিনি পর্দায় অনুপস্থিত। তবে ফিরছেন তিনি! প্রায় ১৩ বছর পর পর্দায় দেখা যাবে নব্বই দশকের জনপ্রিয় এ তারকাকে।
জানা যায়, আসছে ঈদে মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’ অনুষ্ঠানের বিশেষ আয়োজনের অতিথি হয়ে আসছেন শ্রাবন্তী। সেখানেই তিনি জানাবেন ব্যক্তিজীবনের টক-ঝাল-মিষ্টি কিছু সম্পর্কের কথা। কেন এক যুগের বেশি সময় ধরে অভিনয় থেকে দূরে আছেন, সে কথা। শোনাবেন জনপ্রিয়তার প্রাপ্তি-অপ্রাপ্তির গল্প এবং আরও জানাবেন, সামনের দিনগুলোতে তার নতুন পরিকল্পনার কথা।
রুম্মান রশীদ খান ও খালেদার সঞ্চালনায় ‘রাঙা সকাল’-এর বিশেষ পর্বটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে ঈদের চতুর্থ দিন সকাল ৭টায়। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জোবায়ের ইকবাল।