শেরপুরে ‘ক্রিয়েটিভ এগ্রো এন্ড ফিস’ নামে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। ২০ মার্চ সোমবার সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডুবারচর বাজারে ওই ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছানুয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, শামীম হোসেন, বিনয় কুমার সাহা, এম এ হাসেম, কামারেরচর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্যরা।
উল্লেখ্য, শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য সুলতান আলী, শাহিন ও হিটলার যৌথভাবে এ প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন।