২০২৫ থেকে প্রতি ৪ বছর পরপর ৩২টি দল নিয়ে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপ। ক্লাব বিশ্বকাপের পরিকল্পনা ফিফার দীর্ঘদিনের। কাতার বিশ্বকাপের সময় ওই ঘোষণাও দিয়েছিল সংস্থাটি। রুয়ান্ডার কিগালিতে ফিফা কংগ্রেসেও আলোচনা হয়েছে প্রতিযোগিতাটি নিয়ে। সভায় টুর্নামেন্ট আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
ফিফা জানিয়েছে, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত কনফেডারেশন চ্যাম্পিয়ন ক্লাবগুলো ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। সে হিসাবে চেলসি ও রিয়াল মাদ্রিদ এরই মধ্যে ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ করে নিয়েছে।
শুরুতে এটি ২৪ দলের টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। যেখানে অংশ নেবে ইউরোপের ৮টি ক্লাব। ২০২১ সালে চীন থেকে টুর্নামেন্টটি শুরুর পরিকল্পনা ছিল। কিন্তু করোনা মহামারি সবকিছু ওলটপালট করে দেয়। তাই ওই বছর আয়োজন বাতিলের সিদ্ধান্ত নেয় ফিফা।
ফিফার এই গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপ চলার সময়ই ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এ ব্যাপারে ঘোষণা দিয়েছিলেন। ১৪ মার্চ মঙ্গলবার এটিই নিশ্চিত করা হয়েছে।