বিদেশি পর্যটকদের ঢাকা ভ্রমণ সহজ করতে একটি টুরিস্ট গাইড ম্যাপ সংকলন প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সংস্থার প্রকৌশল বিভাগের সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এই টুরিস্ট গাইড ম্যাপ প্রকাশ করেন।

ওইসময় মেয়র তাপস বলেন, ‘ঢাকায় অনেক পর্যটক বিশেষত বিদেশি পর্যটকরা আসেন। কিন্তু তারা কোথায় যাবেন, কী পরিদর্শন করবেন, কিভাবে সেসব জায়গায় যাতায়াত করা যাবে, ঢাকার বিমান-রেল-সড়ক অন্তর্জাল কোথায় কোথায় অবস্থিত- এসব নিযে তারা বিপাকে পড়েন। এসব বিষয়কে সন্নিবেশ করে ডিএসসিসি এই টুরিস্ট গাইড ম্যাপ সংকলন প্রকাশ করেছে। সবাই যাতে সহজেই বুঝতে পারেন ও ব্যবহার করতে পারেন, সেভাবেই এটা তৈরি করা হয়েছে। এই গাইড ম্যাপের সাহায্যে পর্যটকরা ঢাকার সবকিছু এক নজরে বুঝতেও পারবেন।’
ঢাকার পর্যটন শিল্পকে বিদেশি পর্যটকদের কাছে সহজে উপস্থাপন করার জন্য ইংরেজি ভাষায় এটি সংকলন করা হয়েছে। এই গাইড ম্যাপের মাধ্যমে ঢাকা কেন্দ্রিক পর্যটন শিল্পেরও বহুমাত্রিক বিকাশ ঘটবে।

ওইসময় সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানসহ সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।