বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সিপিবির আয়োজনে ১৩ মার্চ সোমবার সকালে পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক এ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত।
পরে নালিতাবাড়ী উপজেলা সিপিবির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন সরকারের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। ওইসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিবির জেলা কমিটির সভাপতি কমরেড আবুল মুনসুর, সাধারণ সম্পাদক আবু আহম্মেদ খান বাবুল, শেরপুর সদর উপজেলা সিপিবির সভাপতি সোলায়মান আহম্মেদ, নালিতাবাড়ী উপজেলা সিপিবির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ঝিনাইগাতী উপজেলা সিপিবির সাধারন সম্পাদক শাহীন মিয়া, ছাত্রনেতা আনিস আহম্মেদ প্রমুখ।
ওইসময় বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ হাঁসফাঁস করছে। মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে বাংলাদেশের কমিনিস্ট পার্টি শোষিতের পক্ষে ও শোষকের বিরুদ্ধে লড়াই করে যাবে।
সমাবেশ শেষে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি লাল পতাকা মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে সিপিবির জেলা ও উপজেলার প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেয়।