ads

রবিবার , ১২ মার্চ ২০২৩ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যারা পেতে পারেন অস্কার, আসুন জেনে নেয়া যাক

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১২, ২০২৩ ২:৩৫ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রে বসবে ৯৫ তম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান। ১২ মার্চ রবিবার (বাংলাদেশ সময় ১৩ মার্চ সকাল ৬টায়) ওই অনুষ্ঠান প্রচার শুরু হবে। বিশ্ব চলচ্চিত্রের বড় ওই আয়োজন নিয়ে উত্তেজনার পারদ একটু বেশিই থাকে। এবারও তার ব্যতিক্রম না। এবারের অস্কারের মঞ্চে কে আলো ছড়াবে, কে জিতবে তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। একাধিক ছবি আছে আলোচনায়। আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক পোস্টের অস্কার প্রেডিকশন এক নজরে দেখে নেয়া যাক।

Shamol Bangla Ads

সেরা ছবি হতে পারে ‘এভরিথিং এভরিহয়ার’

স্টিভেন স্পিলবার্গের এই ছবিটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় স্পিলবার্গের শৈশব-কৈশোর ও তার বেড়ে ওঠার গল্প নিয়ে তৈরি হয়েছে। এর আগে ক্রিটিকস চয়েজ, ডিরেক্টরস গিল্ড, গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস জয় করেছে ছবিটি। এবার অপেক্ষায় অস্কার জয়ের। অস্কার আসরে ১১ শাখায় মনোনয়ন পেয়ে জয়ের সবচয়ে কাছাকাছি অবস্থান করছে।‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ান্স’। সমালোকরা ধারণা করছেন সেরা সিনেমা, সেরা অভিনেত্রী, সেরা পরিচালক—তিন পুরস্কারের অন্তত দুটি জিতবে এই ছবি।

Shamol Bangla Ads

সেরা নির্মাতা কে হবে?

সমালোচকদের ধারণা এবারের অস্কার জ ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)। তবে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ ছবির জন্য সেরা নির্মাতার অ্যাওয়ার্ড জেমস ক্যামেরনের পাওয়া উচিত বলেও ধারণা তাদের। কিন্তু অ্যাভাটার নির্মাতা মনোনয়নই পাননি। পরে এই পুরস্কারের যোগ্য ‘টার’ নির্মাতা। এই দুর্দান্ত থ্রিলার ছবির জন্য সেরা নির্মাতার পুরষ্কারটি টোড ফিল্ডের ঝুলিতেই যাওয়া উচিত।

যার হতে উঠতে পারে সেরা অভিনেত্রীর পুরস্কার

যারা অস্কার নিয়ে খোঁজ খবর করেন তাদের ধারণা‘এভরিথিং এভরিহয়ার’-এর জন্য সেরা অভিনেত্রী হবেন মিশেল ইয়ো। তবে তার থেকে ফসকে গেলে টার সিনেমার কেট ব্লানচেট এই পুরস্কার পেতে পারেন।

কে হবেন সেরা অভিনেতা?

অধিকাংশ সমালোকদের দাবি অস্কারের মঞ্চে এবার সেরা অভিনেতা হবেন অস্টিন বাটলার। তাদের মতে এবছরের অস্কারে ব্রেন্ডন ফ্রেজারের ‘দ্য হোয়েল’-এর পারফর্মেন্স আলোচনায়। কিন্তু পুরস্কার জেতা উচিত অস্টিন বাটলারের। কারণ ‘এলভিস’ ছবিতে তাঁর অসাধারণ পারফর্মেন্সের রেশ বহুকাল দর্শকের মনে রয়ে যাবে।

সেরা পার্শ্ব-অভিনেতা যারা হতে পারেন

সেরা পার্শ্ব-অভিনেতার পুরস্কার কে হুই কোয়ান এবার সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেতে পারেন। ’এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য এই পুরস্কার পেতে পারেন তিনি।

সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার যার ঝুলিতে

‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার’ ছবির জন্য অ্যাঞ্জেলা ব্যাসেট সেরা সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার পেতে পারেন।

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম

‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জার্মানি’) এ বিভাগে সেরা হতে পারে। কারণ, ১৯২৮ সালে প্রকাশিত জার্মান কথাশিল্পী এরিক মারিয়া রেমার্কের উপন্যাস ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ অবলম্বনে তৈরি হয়েছে একই নামের ছবিটি। ছবির গল্প প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি। প্রথম বিশ্বযুদ্ধের বর্বরতা, ভয়াবহতা, সৈনিকদের মানসিক বিপর্যয় তুলে ধরা হয়েছে ছবিতে। যুদ্ধের অমানবিক নৃশংসতা তরুণ সৈনিকদের মনে কত গভীরভাবে দাগ কাটে, তা দেখানো হয়েছে সিনেমায়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!