ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলতে গতকাল চট্টগ্রামে পা রাখে টাইগাররা। শনিবার দলের সব ক্রিকেটার পৌঁছালেও, ওই দিন চট্টগ্রাম যাননি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
![Shamol Bangla Ads](https://shamolbangla24.com/wp-content/uploads/2024/01/Ad-1-scaled.jpg)
তবে রবিবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছান এই অলরাউন্ডার। পৌঁছেই ১০টা নাগাদ দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব।
এর আগে ওয়ানডে সিরিজ মাঠে গড়ানোর আগে অনুশীলন শুরুর এক সপ্তাহ পর দলের সাথে যোগ দিয়েছিলেন সাকিব। সেই দিনও সকালে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছে দুপুরে অনুশীলনে যোগ দিয়েছিলেন তিনি।
![Shamol Bangla Ads](https://shamolbangla24.com/wp-content/uploads/2024/01/Ad-2-scaled.jpg)
এদিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রবিবার সকাল ১০টা থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। যা চলবে দুপুর ১টা পর্যন্ত। এরপর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুশীলন করবে ইংলিশ ক্রিকেটাররা।
আগামীকাল সোমবার দুপুর ১২টায় ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে ২-০তে এগিয়ে আছে ইংল্যান্ড।
![](https://shamolbangla24.com/wp-content/uploads/2023/11/final01.gif)