প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড। ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি ও এক টেস্ট খেলতে ১২ মার্চ বাংলাদেশে পা রাখবে তারা।

জানা যায়, ঘরের মাঠের সিরিজে বাংলাদেশের মূল ভেন্যু বরাবরই থাকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি হতে যাচ্ছে ব্যতিক্রম। আগামী মার্চে আইরিশদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ পুরোটিই হবে সিলেটে, টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ চট্টগ্রামে। একমাত্র টেস্ট ম্যাচটি শুধু হবে শের-ই-বাংলা স্টেডিয়ামে।
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শেষ হবে আগামী ১৪ মার্চ। তবে আইরিশরা চলে আসবে ১২ মার্চই। মূল সিরিজের আগে তারা একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ১৫ মার্চ। এই সফর শুরু হবে ১৮ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডের মধ্যে দিয়ে। এই ফরম্যাটের বাকি ২ ম্যাচ একই স্টেডিয়ামে হবে ২০ ও ২৩ মার্চ।

এরপর ২৭ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এই ফরম্যাটের বাকি ৩ ম্যাচ হবে ২৯ ও ৩১ মার্চ। ঢাকায় একমাত্র টেস্ট শুরু হবে ৪ এপ্রিল।