শেরপুরের ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ২৩ জানুয়ারি সোমবার উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ঘাগড়া মোল্লাপাড়া গ্রামের মৃত সৈয়দ শাহ’র ছেলে মো. শেখ ফরিদ (৪৮) ও মালিঝিকান্দা দেবোত্তর পাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. মোবারক হোসেন (৩০)। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভূঁইয়ার নেতৃত্বে এসআই মো. হাবিবসহ পুলিশের একটি দল ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী বাজারে অভিযান চালায়। ওইসময় মো. শেখ ফরিদ ও মো. মোবারক হোসেনকে ২৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।