শেরপুরে সদর উপজেলা শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

২৩ জানুয়ারি সোমবার দুপুরে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মৈত্রীবাড়ি মাঠে ওই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আশরাফুল আলম মিজান ও সাবিহা জামান শাপলা, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শরিফুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. চাঁন মিয়া প্রমুখ।

সদর উপজেলা ক্রীড়া সংস্থা সূত্র জানায়, আগামী ৪ ফেব্রুয়ারি আন্তঃউপজেলা শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।