শেরপুরের নকলায় পূবালী ব্যাংক লিমিটেডের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। ২৩ জানুয়ারি সোমবার দুপুরে পৌরশহরের নিউ মার্কেটে ওই উপশাখার উদ্বোধন করেন পূবালী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ বিভাগীয় উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক লিমিটেড শেরপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ দেলখোশ আহমেদ।
আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পূবালী বাংক লিমিটেড ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র কর্মকর্তা ইউসুফ আলী, প্যাণেল ল ইয়ার মোখলেছুর রহমান আকন্দ, সরিষাবাড়ি শাখার ব্যাবস্থাপক রেজাউল করিম, নকলাা উপশাখার ব্যবস্থাপক কামরুল হাসান, গ্রাহক আমিনুল ইসলাম, মজিবর রহমান, মুজাহিদুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।