নতুন বছর হউক না শুরু
সবার মনের মত,
ভুলগুলো সব শোধরে গিয়ে
মুছুক মনের ক্ষত।
আঘাত দেয়ার মানুষ গুলো
পেয়ে যাক সব ক্ষমা,
পাপ গুলো সব পূন্য হয়ে
আমলে হউক জমা।
প্রাক্তনরা সব থাকুক সুখে
তাদের মনের মত,
রেখে যাওয়া স্মৃতি গুলো
হয়ে থাকুক সব গত।
অতীতে যা হইছে সবার
সবই ভুলে যাই,
নতুন বছর নতুন করে
প্রভুর রাহে জীবনটাকে
নতুন করে সাঁজায়।