অট্টালিকা ছেড়ে একবার
এসো আমার ছোট্ট গাঁয়ে,
প্রকৃতির সে নির্মল হাওয়া
লুটিয়ে পড়বে তোমার পায়ে।

প্রকৃতির ঐ গাঁয়ে হলুদ
দেখবে তুমি সরিষা ফুলে
মনের ভেতর যত ক্লেশ,
নিমেষেই সব যাবে ভুলে।
পাখির গানে ঘুম ভেঙে যেই
উঠবে তুমি সতেজ ভোরে,
ঘাসের বুকে শিশির কন্যা
পা ধোয়াবে আদর করে।

কাশফুলেতে হাওয়া লেগে
যখন দোলে খালের ধারে,
এমন দৃশ্য দেখে তোমার
মন রবে না মনের ঘরে।
বলছি ও ভাই এসো একবার
যানজটের ঐ শহর ছেড়ে,
এমন গাঁয়ের মোহে তোমার
মন চাইবে না যেতে ফিরে।