ads

রবিবার , ১ জানুয়ারি ২০২৩ | ২২শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
 1. ENGLISH
 2. অনিয়ম-দুর্নীতি
 3. আইন-আদালত
 4. আন্তর্জাতিক
 5. আমাদের ব্লগ
 6. ইতিহাস ও ঐতিহ্য
 7. ইসলাম
 8. উন্নয়ন-অগ্রগতি
 9. এক্সক্লুসিভ
 10. কৃষি ও কৃষক
 11. ক্রাইম
 12. খেলাধুলা
 13. খেলার খবর
 14. চাকরির খবর
 15. জাতীয় সংবাদ

ইমরান শাহরিয়ারের ২টি কবিতা ‌’ব্যস্ত পৃথিবী’ ও ‘প্রকৃতি’

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১, ২০২৩ ২:১২ অপরাহ্ণ

ব্যস্ত পৃথিবী
ইমরান শাহরিয়ার
……………………………………..

Shamol Bangla Ads

পৃথিবীতে ব্যস্ত সবাই
এমনকি আমি নিজেও
হয়তবা তাই
আমার নিজেকে দেওয়ার মত
একটু সময়ও নাই।
একান্ত সময়গুলো
ক্রমেই হারিয়ে যায়
পৃথিবীর কোন দিকে
তাকাবার সময়ই নাই।
এমনকি নিজের দিকেও।
নিঃসঙ্গ নিস্তব্ধ নদী
বয়ে চলে সদাই নিরবধি
কথা কয়ে আপনার সনে।
কিন্তু এ ক্ষুদ্র জীবনে
জীবনের সকল লগনে
সময়ের অনেক অপচয় হলেও
শুধু যায় না সময়
আমার আপনার সনে।

 

Shamol Bangla Ads

প্রকৃতি
ইমরান শাহরিয়ার
………………………………………………………….

প্রকৃতির সাথে আমার মিশে যেতে ইচ্ছে করে
যেখানে ঘাসফড়িং সবুজ ঘাসে খেলা করে
কার্তিকে আমন ধানের সৌরভে
পৌষের বাতাসে সরিষার গৌরবে
শীতের প্রত্যুষে যখন সাদা বক দিগন্তে উড়ে
মৃদু সূর্যালোক খেলা করে পূর্ব আকাশ জুড়ে।
তীব্র কুয়াশা যেদিন নদীর দুই ধারে
হয়তবা দাঁড়কাক কন্ঠের চিৎকারে
নিজের অস্তিত্বের জানান দেয়
আনমনে সদায় যেন আমাকে টেনে নেয়।
সন্ধ্যায় নদী ছুয়ে যে পাখির দল
ঘরে ফিরার তাড়নায় গড়ে তোলে কোলাহল
অথবা আকাশ জুড়ে অবিরাম চক্রাকারে
একসাথে উড়তে থাকে আবেগে বারেবারে
হয়তবা সখা-সখি একসাথে নীড়ে ফিরে
অতি মৃদু বায়ু বয় চারদিকে অতি ধীরে।
মনের আবেগ আমায় বড় বেশি আপন করে
প্রকৃতিতে তাই মোর মিশে যেতে ইচ্ছে করে।

error: কপি হবে না!