মানুষ তার কৃতকর্মের হিসাব রাখেনা
পাপপূণ্যের ওজনভারী কিছুই জানেনা
খায়দায় ঘুমায় আত্মস্বার্থে গুটি চালে
ন্যায় অন্যায় পাপপূণ্যের হিসাব জানেনা
প্রার্থনারত মানুষের দু’চোখে অশ্রু ঝরে
চোখের সে অশ্রুর মাহাত্ম্য জানেনা কেউ
চোখের কান্না মানুষের ভয়ানক পরিণতির
দোযক-বেহেস্ত শাস্তি-শান্তি সব দেখে চোখ
চোখে মায়া আছে প্রেম আছে কথা বলে চোখ
স্মৃতির এলবামে গাঁথা থাকে দৃষ্টির ইতিহাস
চোখে কেন অশ্রু আসে নির্বিবাদে নিভৃতে
কান্নার মাঝে ভয়ঙ্কর সঙ্কেত কৃতকর্মের