শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণে সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে সেমিনার ও উপজেলা পরিষদ চত্বরে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।
ওইসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারন সম্পাদক ওয়াজ কুরুনী, উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ।

পরে অতিথিবৃন্দ প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দফতরের ১৪টি স্টল ঘুরে দেখেন।