শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাহাড়ি এলাকায় জেঁকে বসেছে শীত। ওইসব এলাকার অসহায় শীতার্ত মানুষের শীত নিবারণে কম্বল বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন।

এরই অংশ হিসেবে ১০ ডিসেম্বর শনিবার রাতে উপজেলার রাংটিয়া গুচ্ছগ্রামে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। ওইসময় তিনি বলেন, দুঃস্থ শীতার্ত মানুষের কল্যাণে জলা প্রশাসনের ওই কার্যক্রম অব্যাহত থাকবে।
কম্বল বিতরণকালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিকে শীতের শুরুতেই কম্বল উপহার পেয়ে জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হতদরিদ্র অসহায় মানুষজন।
