‘বিট পুলিশিং বাড়ি বাড়ি-নিরাপদ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইভটিজিং, মাদক, নারী নির্যাতন, বাল্য বিয়ে, পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপমৃত্যু প্রতিরোধে শেরপুরের শ্রীবরদীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর রবিবার বিকেলে শ্রীবরদী থানার আয়োজনে উপজেলার খড়িয়াকাজীরচর ইউনিয়নের লংগরপাড়া স্কুল মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। ওইসময় তিনি বলেন, পুলিশ একা সমাজ থেকে মাদক, বাল্য বিয়ে, চোরাকারবার, সন্ত্রাস বন্ধ করতে পারবে না। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে হলে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। পুলিশ সব সময় আপনাদের পাশে রয়েছে। এ সকল কাজে পুলিশকে সহায়তা করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস। তিনি বলেন, বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, খড়িয়াকাজীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান। সভায় গণমাধ্যমকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।