শুরু হচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা বিশ্বকাপ। নিজ নিজ পছন্দের দেশকে সমর্থন করতে জার্সি, পতাকা ও ফুটবল নিয়ে প্রস্তুত দেশের ফুটবল প্রেমীরা। দেশের তারকাদেররও ফুটবল জ্বরে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। পছন্দের দলের জার্সি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারাও জানান দিচ্ছেন উন্মাদনার কথা।

জনপ্রিয় অভিনয়শিল্পী দম্পতি ওমর সানী-মৌসুমী। তারা ব্রাজিল সমর্থক। শনিবার অভিনেতা ওমর সানী তার ফেসবুকে ছবি ও ক্যাপশন শেয়ার করার মাধ্যমে এ কথা জানিয়েছেন।
ছবিতে সানী ও মৌসুমীকে দেখা যাচ্ছে ব্রাজিলের জার্সি পরে আছেন। আর মৌসুমীর হাতে একটি ফুটবল। বোঝাই যাচ্ছে তারা দুজনেই ব্রাজিলের সমর্থন করছেন।

ব্রাজিলের ফুটবল দলের প্রতি তাদের ভালোবাসা আরও দৃঢ় হয়েছে ক্যাপশনে। সানী ফেসবুকে লিখেছেন, ‘ডাইনে যাও ব্রাজিল, বায়ে যাও ব্রাজিল, সামনে যাও ব্রাজিল, পিছনে যাও ব্রাজিল, নগদে ব্রাজিল, ঠিক আছে না চৌধুরী সাহেব।’
শনিবার দুপুরে দেয়া পোস্টে এক ঘণ্টার মধ্যে রিয়্যাকশন পড়েছে ৫ হাজারের বেশি। মন্তব্য করেছেন প্রায় ১ হাজার জন। মন্তব্যের ঘরে এরইমধ্যে শুরু হয়ে গেছে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের কমেন্ট যুদ্ধ।
ব্রাজিল সমর্থকরা সানীকে শুভেচ্ছা জানালেও আর্জেন্টিনার সমর্থকরা বলছেন, ‘ঠিক নাই, সবদিকে আর্জেন্টিনা।’