শেরপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্বজনীন শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে। ৫ অক্টোবর বুধবার বিকেলে শহরের প্রায় অর্ধশত মণ্ডপের প্রতিমা শোভাযাত্রা সহকারে গোপালবাড়ী এলাকার আড়াইআনী জমিদারবাড়ির পুকুর পাড়ে এনে জড়ো করা হয়।

পরে সন্ধ্যায় উলুধ্বনি, ঢাকের বাদ্যি, কাসর ঘন্টা আর ধুপ-ধোঁয়ার আরতির মাধ্যমে সেগুলো বিসর্জন দেওয়া হয়। ওইসময় হিন্দু সম্প্রদায়ের ভক্তরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন।
প্রতিমা বিসর্জনের আগে শহরের গোপালবাড়ী মন্দির চত্বরে দুর্গামাতার চরণে সিঁদুর ছোঁয়ানো ও হিন্দু নারীদের মধ্যে সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদ ওই সিঁদুর খেলার আয়োজন করে।

বিসর্জন অনুষ্ঠানটি জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবু বক্কর সিদ্দিক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহাসহ বিপুলসংখ্যক মানুষ প্রত্যক্ষ করেন।