স্প্যানিশ লা লিগার ম্যাচে মায়োরকাকে ১-০ ব্যবধানে হারিয়ে জয় পেয়েছে জায়ান্ট বার্সেলোনা। শনিবার রাতে মায়োরকার মাঠে মুখোমুখি হয়েছিল জায়ান্ট বার্সেলোনা ও মায়োরকা।

ম্যাচে বল দখলে অনেক এগিয়ে ছিল বার্সেলোনা। ৭২ শতাংশ সময় বলে দখলে রেখেছিল জাভি হার্নান্দেজের শিষ্যরা। ম্যাচের ২০তম মিনিটে আনসু ফাতির পাসে একমাত্র গোলটি করেন রবার্ট লেভানদোস্কি। ওই জয়ের ফলে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে শীর্ষে উঠেছে বার্সা। ৭ ম্যাচে বার্সার পয়েন্ট ১৯। ১ পয়েন্ট কম রিয়ালের। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১৮।