শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন এক সহকর্মীকে দেখতে গিয়ে মারা গেলেন আরেক মেডিকেল রিপ্রেজেনটেটিভ। ৪ আগস্ট বৃহস্পতিবার বিকেলে জেলা সদর হাসপাতালের চতুর্থ তলায় ওই ঘটনা ঘটে। মৃত্যুবরণকারী হাসান রানা ওরফে মেহেদী হাসান (৩০) এরিস্টোফার্মা কোম্পানীর শেরপুর সদরের সেলস রিপ্রেজেনটেটিভ ছিলেন। তার বাড়ী নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায়। তার স্ত্রী সাত মাসের অন্তসত্ত্বা।
এদিকে এরিস্টোফার্মা কোম্পানীর অতিরিক্ত কাজের চাপে হাসান রানা স্ট্রোক করেছেন বলে অভিযোগ করেছেন তার সহকর্মীরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, জেলা হাসপাতালের চতুর্থ তলায় ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বিকন ফার্মাসিউটিক্যালসের মেডিকেল রিপ্রেজেনটেটিভ জাহাঙ্গীর হোসেন। তাকে দেখার জন্য বৃহস্পতিবার বিকেলে জেলা সদর হাসপাতালে যান এরিস্টোফার্মা কোম্পানীর শেরপুর সদরের সেলস রিপ্রেজেনটেটিভ হাসান রানা মেহেদী। হাসপাতালের সিঁড়ি ভেঙ্গে তিনি চতুর্থ তলায় ওঠে চিকিৎসাধীন জাহাঙ্গীরের কক্ষের ভেতর প্রবেশ করেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ ব্যাপারে জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. খাইরুল কবীর সুমন জানান, আকস্মিক হৃদরাগে আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটেছে।