কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের (৩১) লাশ উদ্ধার করেছে পুলিশ। ৭ জুলাই বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার নির্মাণাধীন গোলাম কিবরিয়া সেতু সংলগ্ন গড়াই নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

রুবেল কুষ্টিয়া শহরের হাউজিং এ-ব্লক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছাড়াও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ঠিকাদারি করতেন রুবেল।
নিহতের ছোট ভাই মাহবুবুর রহমান জানান, ভাই ৩ জুলাই শহরের সিঙ্গার মোড়ে পত্রিকা কার্যালয়ে ছিলেন। সেখানে কারও আসার কথা ছিল। কিন্তু রাত ৯টার দিকে মোবাইলে কল এলে তিনি দ্রুত বেরিয়ে যান। এর পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর কুষ্টিয়া মডেল থানায় জিডি করা হয়। সাংবাদিকতার পাশাপাশি ঠিকাদারি নিয়ে ব্যস্ত থাকতেন। কারও সঙ্গে বিরোধ আছে কিনা জানা নেই। তবে ইদানীং তিনি অনেকের কাছ থেকে এমনকি বাড়ি থেকেও টাকা চেয়ে নিচ্ছেলেন।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, স্থানীয়রা খবর দিলে গড়াই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে পরনের পোশাক ও মানিব্যাগের পরিচয়পত্র দেখে পরিচয় শনাক্ত করা হয়। তদন্ত চলছে, হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
লাশ উদ্ধারে থাকা কুমারখালী থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, অন্যত্র হত্যা করে লাশ এখানে ফেলে গেছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। গলায় দাগ রয়েছে। এ থেকে রশি পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এদিকে লাশ উদ্ধারের সময় মা ও ভাই কান্নায় ভেঙে পড়েন। জেলার সাংবাদিকরাও সেখানে ছুটে যান। তাঁরা হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।