শেরপুরের শ্রীবরদীতে বন্যার পানিতে ডুবে রাফি নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ২১ জুন মঙ্গলবার বিকেলে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের দীঘদারী এলাকায় ওই ঘটনা ঘটে। রাফি ওই এলাকার ফরহাদ আলী।
শিশু রাফির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে রাফি বাড়ির উঠানে খেলা করছিল। ওইসময় সবার অজান্তে বাড়ির পাশের একটি ধান ক্ষেতে বন্যার পানিতে পড়ে যায়।
এদিকে পরিবারের সদস্যরা রাফিকে না পেয়ে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশে বন্যার পানি থেকে তার লাশ উদ্ধার করে। ওই ঘটনায় নিহতের পরিবারে নেমেছে শোকের ছায়া।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।