Top_Ads

  • রবিবার, ০৩ জুলাই ২০২২, ০৭:৫৪ অপরাহ্ন
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত নিউজপোর্টাল

মোহাম্মদ রবিউল আলমের কবিতা ‘পদ্মাসেতু ও শেখ হাসিনা’

/ ১৯৬ বার পঠিত
প্রকাশকাল : শনিবার, ১৮ জুন, ২০২২

ঐ দ্যাখো, আজ স্বপ্নের সেতু
পদ্মার বুকে ভাসছে,
বাংলাদেশের আমজনতা
তাই খুশিতে হাসছে।
উত্তর-দক্ষিণ বেঁধে দিল
স্বপ্নের পদ্মাসেতু,
শেখ হাসিনা গড়লেন সেতু
উন্নয়নের হেতু।
সেতুর পিছে কেউ চেলেছে
ষড়যন্ত্রের ঘোঁট,
পদ্মা সেতু আটকে দেবে
তাই বেঁধেছে জোট।
শেখ হাসিনা দৃঢ়চেতা
বঙ্গবন্ধুর কন্যা,
দেশের টাকায় সেতু গড়ে
আনলো খুশির বন্যা।
যাদের মনে মতলব ছিলো
গুড়িয়ে দেবে স্বপন,
মুখে তারা নানান বয়ান
করছে রোজই বপন।
পদ্মাসেতু গড়তে যাদের
সুনাম হলো খর্ব,
তারাও এখন স্বস্তি পাবে
সেতু তাদের গর্ব।
পদ্মা নদীর প্রমত্তা রূপ
ভাঙ্গাগড়ার খেলা,
পদ্মা সেতু দু’কূল বেঁধে
গড়লো মিলনমেলা।
এই সেতুতে মিশে আছে
ক্ষোভ-বেদনার স্মৃতি,
হাজার বাধায় অটল থাকে
শেখ হাসিনার নীতি।
দেশের মানুষ অর্থ যোগায়
শ্রমিক ঝরায় ঘাম,
তাদের সাথে জড়িয়ে র’বে
শেখ হাসিনার নাম।

Shamol Bangla Ads

এই বিভাগের আরও খবর

Shamol Bangla Ads

error: কপি হবে না!
error: কপি হবে না!