কর্ণ-কুহরে বিষবাস্প ঢালে ঘৃণ্য প্যাচাল
পথে ঘাটে জটলা অযথা ভণ্ডের ক্যাচাল।
সাম্প্রদায়িক শক্তির দেশ নির্বিচার খুনী
তাদেরো করুণ পরিণতি আছে ইথারে শুনি।
খুনী এজিদ হায় কী ঘটালো ফুরাতের তীরে
হোসেনকে বধিল লোভাতুর নিষ্ঠুর সীমারে।
সিরাজের পরিণতি মীর জাফর ক্লাইভে
ইতিহাসের নির্মম শাস্তি তারাও পাইবে।
এভাবে কি চলতে থাকবে পরিণতির পালা
ভুগতে হবে অভাগার যা আছে ভাগ্যখেলা।
ক্ষমতা বড় না মানুষ বড় বিবেক কি বলে
যুদ্ধের নামে খুন ধ্বংস উদ্বাস্তু কান্না চলে।
মানবশত্রু শয়তান কেন মসনদে বসে
তাদের শাস্তি কে দিবে স্থির কর অঙ্ককষে।
মানুষ সম্পদ রক্ষা করো হায়েনার থেকে
ইতিহাসের বোল পাল্টাও রুখো এখন তাকে।
মানুষে মানুষে ব্যবধান ঘুচাও সত্য-ন্যায়ে
জনতাই ক্ষমতা ক্ষমতাই জনতা বলে দিয়ে।
লোভ মোহ ক্রোধ নাশ কর ন্যায়দণ্ড হাতে
শিক্ষা গ্রহণ কর জন্ম-মৃত্যুর রহস্য হতে ।
একখণ্ড ভূমির জন্য এত মারণাস্ত্র
ইতিহাস ঐতিহ্য মানব সম্পদ ধ্বংস।
মিয়ানমার ইজরায়েল রুশ চীন সিরিয়া
ধর্মীয় সংখ্যালঘু নিধন হার্জেগোভেনিয়া।
যুদ্ধাপরাধের বিচার ক্ষতির সমান হয়না
এভাবে কেউ বিচারের নামে প্রহসন চায়না।
অতশত বুঝিনা সাদ্দাম গাদ্দাফির মতো
নির্মম পরিণতি হোক তাদেরও শত শত।