শেরপুরের নকলা পৌরসভা ৯টি ওয়ার্ডে গরীব ও অসহায় শীতার্ত এবং পৌরসভার পরিচ্ছন্নকর্মীদের মধ্যে ১১০০ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে।
১০ জানুয়ারি সোমবার সকালে পৌরসভা কার্যালয় থেকে এসব বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, সহকারি কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ, পৌরসচিব মনিরুল হাসান, পৌর কাউন্সিলরসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।