শেরপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩ জানুয়ারি সোমবার দুপুরে শহরের গৃদা নারায়নপুরস্থ বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুল মাঠে আয়োজিত ওই ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম প্রধান রনি।
জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান তারা, শফিকুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, ছাত্র বিষয়ক সম্পাদক কামাল হোসেন, শহর বিএনপির সভাপতি এ. বি. এম. মামুনুর রশিদ পলাশ, সাধারণ সম্পাদক আবু রায়হান রূপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুুগ্ম আহবায়ক আনিসুর রহমান খন্দকার অনীক, কেন্দ্রীয় সংসদের সাবেক ছাত্র নেতা জাহিদুল ইসলাম ভুইয়া,
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নেয়ামুল হাসান আনন্দ, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিউন, দপ্তর সম্পাদক আলী হাসান প্রমুখ। ছাত্র সমাবেশে জেলার ৫টি উপজেলার ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।