শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে ৯ গ্রাম হেরোইনসহ মো. আব্দুল আউয়াল (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ১ জানুয়ারি শনিবার বিকেলে উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আওয়াল পার্শ্ববর্তী জামালপুরের ইসলামপুর উপজেলার চিনারচর গ্রামের মো. নাছির মোল্লার ছেলে। রবিবার সকালে মাদক আইনের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর গ্রামের ডিজিটাল প্রি-ক্যাডেট স্কুল (সততা স্কুল) এর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায় র্যাব। ওইসময় ৯ গ্রাম হেরোইনসহ আব্দুল আওয়ালকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।
ওই ঘটনায় আব্দুল আওয়ালের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।