উদ্যোক্তাদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে ॥ জেলা প্রশাসক
শেরপুরের উদ্যোক্তাদের নিয়ে জেলায় প্রথম উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে শেরপুর উদ্যোক্তা কমিউনিটির আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদ।
ওইসময় তিনি বলেন, সরকার উদ্যোক্তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। যুব উন্নয়ন অধিদপ্তর ও বিসিক উদ্যোক্তাদের নিয়ে কাজ করে যাচ্ছে। এছাড়াও উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থাও করেছে সরকার। তাদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে। তিনি আরও বলেন, সময়ের সঙ্গে বদলাচ্ছে শিক্ষিত তরুণ সমাজ। তারা চাকুরি পেছনে না ছুটে দিনদিন ব্যবসা-বাণিজ্যের দিকে ঝুঁকছে। তারুণ্যের শক্তি, সাহস আর কঠোর পরিশ্রমের ফলে সাফল্যও পাচ্ছে তারা। একজন উদ্যোক্তা যখন তার নিজের কর্মসংস্থান সৃষ্টি করে, তখন সে সমাজের আরও কয়েকজনের কর্মসংস্থানের চিন্তা নিয়ে কাজ শুরু করে। এভাবেই দেশ ও সমাজ এগিয়ে যায়।
সম্মেলনে প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেডিস ক্লাবের সভাপতি জান্নাতুল ফেরদৌস প্রিয়া। শেরপুর উদ্যোক্তা কমিউনিটির প্রধান সমন্বয়ক ইমরান হাসান রাব্বীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম, জেলা বিসিকের উপ-ব্যবস্থাপক বিজয় কুমার, বাংলাদেশ কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক কর্মকর্তা সুভাষ চন্দ্র সাহা, সোনালী ব্যাংক শেরপুরের আঞ্চলিক শাখার এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হাসান হাফিজুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, জয়িতা ও নারী উদ্যোক্তা সাবিহা জামান শাপলা এবং জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত।
সম্মেলনে জেলার দেড় শতাধিক উদ্যোক্তা অংশ নেন। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।