ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশে আসবেন বুধবার। বিজয়ের ৫০ বছর উপলক্ষে তার এ সফর। সে কারণে এ দিন রাজধানীতে বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তাই ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের এ দিন যথেষ্ট সময় হাতে রেখে কেন্দ্রের উদ্দেশে রওনা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। বিজয় দিবস উদযাপন উপলক্ষে পুলিশের প্রস্তুতি সম্পর্কে জানাতে মঙ্গলবার জাতীয় সংসদের সামনে সংবাদ সম্মেলন আয়োজন করেছিল ডিএমপি। সেখানেই ডিএমপি কমিশনার এ অনুরোধ জানান।
মোহা. শফিকুল ইসলাম বলেন, কেউ পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে সমস্যায় পড়লে ৯৯৯ নম্বরে ফোন করতে পারেন। পুলিশ পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। তিনি বলেন, বিজয় দিবস উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চায় পুলিশ। অন্যান্য বছর এই তৎপরতা থাকে ‘ইউনিফর্ম লেড’ (পুলিশি পোশাকে)। এবার গোয়েন্দা তৎপরতায় জোর দিয়েছে পুলিশ।
এর পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য আছে কি-না কিংবা জঙ্গি হামলার আশঙ্কা আছে কি-না, তা জানতে চান সাংবাদিকরা। জবাবে ডিএমপি কমিশনার বলেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ বিভিন্ন ইস্যু মাথায় রেখেই নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে।
শফিকুল ইসলাম আরও বলেন, জঙ্গি হামলার আগাম কোনো খবর নেই। জঙ্গিদের কার্যক্রম আকস্মিক। তাই আগাম তথ্য পাওয়া যায় না। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নগরীর আবাসিক হোটেলগুলোয় নিয়মিত অভিযান চলছে বলেও জানান তিনি।
এবারের উৎসবে বিদেশ থেকে কয়েকশ’ অতিথি আসছেন। শফিকুল ইসলাম বলেন, প্যারেড স্কয়ারে ছয়টা গেট খোলা থাকবে সাধারণ মানুষের জন্য। তবে নিরাপত্তা তল্লাশি ছাড়া কেউ ঢুকতে পারবে না। যাতায়াতের সুবিধার জন্য বিলবোর্ডে নির্দেশনা থাকবে বলেও জানান তিনি। শফিকুল বলেন,জীবদ্দশায় সবচেয়ে বড় উৎসব উদযাপন করতে যাচ্ছি আমরা। এ জন্য নগরবাসীর সহযোগিতা চাই।