পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার মো. আল আমিন (২২) জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন একই উপজেলার সোহাগদল গ্রামের শাম্মি আক্তারকে (২০)। তারা দুইজনই একই রকম শারীরিক প্রতিবন্ধী। উচ্চতায় একেবারে খর্বাকার। আল আমিনের উচ্চতা ৪৪ ইঞ্চি ও শাম্মির উচ্চতা ৩৩ ইঞ্চি। দুই পরিবারের সম্মতিতে গত ৯ ডিসেম্বর বৃহস্পতিবার জাঁকজমকভাবে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মো. আল আমিন উপজেলার সদর ইউনিয়নের উত্তর শর্ষিনা গ্রামের আব্দুল হামিদের ছেলে। অপরদিকে একই ইউনিয়নের সোহাগদল গ্রামের বাসিন্দা মো. শাহজাহানের কন্যা শাম্মি আক্তার।
জানা গেছে, এক লাখ টাকার দেনমোহর ধার্য করে তাদের বিয়ে হয়। উভয় পরিবারের লোকজনসহ পাড়া প্রতিবেশী সকলেই উৎফুল্লভাবে কনের বাড়ি থেকে বর-কনেকে বিদায় জানান। বৌ নিয়ে আল আমিন বাড়ি ফিরলে এলাকার শতশত মানুষ বর-কনেকে দেখতে ওই বাড়িতে ভিড় জমান।
আল আমিন ও শাম্মি জানায়, পারিবারিকভাবে তাদের দুজনের এ বিয়েতে খুশি তারা।