রাজস্ব কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে ভুট্টাবীজ ও রাসায়নক সার বিতরণ করা হয়েছে। ৬ ডিসেম্বর সোমবার উপজেলা কৃষি অফিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, কৃষিবিদ মাহামুদুল আলম মুসাসহ সুবিধাভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ জানান ১১০ জন কৃষককে মাথাপিছু ৩ কেজি করে ভুট্রা বীজ ও ৭ ধরণের রাসায়নিক সার দেওয়া হয়েছে। পরবর্তীতে তারা ১৫০০ টাকা করে সম্মানীও পাবেন।