শেরপুরে অভ্যন্তরীণ আমন সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। ১ ডিসেম্বর বুধবার সকালে শহরের খরমপুরস্থ খাদ্য গুদাম প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।
শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে ওইসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আসাদুজ্জামান রওশন, জেলা খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা এফ এম রাহাতুল ইসলাম, তরুণ শিল্পপতি সাদুজ্জামান সাদী প্রমুখ।
উল্লেখ্য, এ বছর শেরপুর জেলায় ৮ হাজার ১০২ মেট্রিক টন চাল এবং ৮৪৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।