অবশেষে থামল বাংলাদেশের ইনিংস। ২শ রানের লিড এনে দিলেন লিটন দাস। দলকে একাই টেনে নিয়ে যাচ্ছিলেন লিটন দাস। তবে ৫৬তম ওভারে পর পর দুটো উইকেট নিয়ে পাঁচ উইকেট শিকার করলেন শাহিন শাহ আফ্রিদি।
নুরুল হাসান সোহানের বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি লিটন। শাহিন শাহ আফ্রিদির চমৎকার ডেলিভারিতে ফিরে গেলেন এলবিডিব্লিউ হয়ে। ৮৯ বলে ৬ চারে ৫৯ রান করেন লিটন। ২ বল পর আবু জায়েদ চৌধুরিকে ফেরান।
আফ্রিদির শর্ট বল আবু জায়েদের গ্লাভস ছুঁয়ে জমা পড়ে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। সঙ্গে ক্যারিয়ারে চতুর্থবারের মতো ইনিংসে পাঁচ উইকেট পেলেন তিনি। পরের ওভারেই তাইজুলকে আউট করেন সাজিদ খান। ফলে ৫৬.২ ওভারে ১৫৭ রানে অলআউট বাংলাদেশ। অর্থাৎ, জয় পেতে ২০২ রান করতে হবে টিম পাকিস্তানকে।