কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আ’লীগ সরকার দুর্নীতি-স্বজনপ্রীতি, অনিয়ম ও অন্যায়ের পথ ধরে গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষের ভোটাধিকার হরণ করেছে। বাক স্বাধীনতা হরণ করেছে। অধিকার হরণ করেছে। এখন আর সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করা এখন বিএনপি’র নৈতিক দায়িত্বে পরিণত হয়েছে। তিনি আ’লীগ সরকারের উদ্দেশ্যে আরো বলেন, এখনো সময় আছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। মানুষের পিঠ দেয়ালে ঠেকেছে। বিএনপির এখন আর পিছু হটার সময় নেই।
তিনি ২৪ নভেম্বর দুপুরে জামালপুরের মেলান্দহ পৌর বিএনপি’র সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য ওইসব কথা বলেন। উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনের শুভ উদ্ধোধন করেন-জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির শামীম তালুকদার। পৌর বিএনপি’র আহবায়ক মনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, কেন্দ্রীয় বিএনপি’র সহসাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, উপজেলা বিএনপি’র আহবায়ক মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব সাংবাদিক নূরুল আলম সিদ্দিকী ও পৌর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান মুকুল কমিশনার প্রমুখ।