শেরপুরের শ্রীবরদীর সিএনজি চালক ওয়াজ উদ্দিন ওরফে ফকির আলীকে মারধরের প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর মঙ্গলবার দুপুরে শ্রীবরদী শহরের চৌরাস্তা মোড়ে সিএনজি চালক শ্রমিক ও মালিক শ্রমিক যৌথ সমিতির আয়োজনে আধা ঘন্টাব্যাপি ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা সিএনজি চালক শ্রমিক সংগঠনের সভাপতি হারুনুর রশিদ কাতানী, মালিক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিষ্টার, শ্রমিক সংগঠনের নেতা সুলতান মিয়া, রাসেল আহম্মেদ প্রমুখ।
বক্তারা বলেন, গত ১৪ নভেম্বর সকালে জেলা শহরের খোয়ারপাড় থেকে যাত্রী নিয়ে সিএনজি চালক ওয়াজ উদ্দিন ওরফে ফকির আলী শ্রীবরদী আসার পথে শহরের জিকির মিয়া, সাদি মিয়া ও হৃদয় মিয়াসহ কয়েকজন হামলা করে।
এতে ফকির আলী গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান বক্তারা।