মঙ্গলবার , ৯ নভেম্বর ২০২১ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

স্টাফ রিপোর্টার
নভেম্বর ৯, ২০২১ ৭:৪৩ অপরাহ্ণ

‘ভালোর সাথে আলোর পথে’ এ সেøাগানকে সামনে রেখে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরে জনপ্রিয় জাতীয় দৈনিক প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে প্রথম আলো বন্ধুসভা, শেরপুর জেলা শাখার আয়োজনে শহরের মাধবপুর এলাকার শেরপুর রোটারী ক্লাব ভবনে প্রীতি সম্মিলনীর আয়োজন করা হয়। এতে আলোচনা সভা, দুইজন গুণীব্যক্তিকে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়।

Shamol Bangla Ads

আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সম্মাননাপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী সঞ্চিতা হোড় দীপু, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া, নাগরিক সংগঠন জনউদ্যোগ শেরপুর কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক আইরীন পারভীন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আলীম, কবি সংসদ বাংলাদেশের সভাপতি তালাত মাহমুদ, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, শেরপুর শাখার ব্যবস্থাপক মাহবুব হাসান, শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরপুর বন্ধুসভার উপদেষ্টা মলয় চাকী।

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ বলেন, সূর্য যেমন অন্ধকারকে দূর করে পৃথিবীতে আলো এনে দেয় তেমনি প্রথম আলো তার ছড়ানো আলো দিয়ে সমাজকে আলোকিত করছে। প্রথম আলো দুর্নীতিমুক্ত, আধুনিক ও বিজ্ঞানমনষ্ক একটি সমাজ বিনির্মাণে দীর্ঘ ২৩ বছর ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বস্তুনিষ্ঠ, সাহসী আর নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে এটি দেশের একটি শ্রেষ্ঠ সংবাদপত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছে।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে দীর্ঘ দুই দশক ধরে সমাজ সেবার মাধ্যমে অসামান্য অবদান রাখার জন্য শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া ও দীর্ঘ ৫০ বছর ধরে জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদান রাখার জন্য বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, শেরপুর জেলা শাখার সভাপতি সঞ্চিতা হোড় দীপুকে প্রথম আলোর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা হিসেবে তাঁদের হাতে ক্রেস্ট প্রদান ও গলায় উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। পরে স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন শেরপুর বন্ধুসভার সভাপতি মাশুকুর রহমান মিশুক। এতে সাধারণ সম্পাদক রবিন সাহাসহ শেরপুর বন্ধুসভার সকল সদস্য সহযোগিতা করেন।

 

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!