শনিবার , ৬ নভেম্বর ২০২১ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ আহত

খোরশেদ আলম, ঝিনাইগাতী
নভেম্বর ৬, ২০২১ ১২:২২ পূর্বাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিপক্ষের হামলায় নিপা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ গুরুতরভাবে আহত হয়েছে। ৩ নভেম্বর বুধবার উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা গ্রামে ওই ঘটনা ঘটে। নিপা আক্তার স্থানীয় হতদরিদ্র লিটন বেপারীর স্ত্রী। ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার দুপুরে প্রতিবেশী সোলায়মান মিয়া ও তার লোকজন পূর্বশত্রুতার জের ধরে লিটন বেপারির বাড়িতে এসে হামলা চালায়। ওইসময় তারা দা দিয়ে কুপিয়ে বাড়ির বাউন্ডারির বেড়া তচনছ করে। লিটন বেপারির স্ত্রী ২ সন্তানের জননী নিপা আক্তার বাধা দিতে গেলে তার উপর আক্রমণ চালায় এবং লাঠি-সোঁটা দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফুলা বেদনাযুক্ত ও যখম করে। স্থানীয়রা আহত নিপা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করে।

ওই ঘটনায় নিপা আক্রারের স্বামী লিটন বেপারি বাদী হয়ে ৪ জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি।

Shamol Bangla Ads

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আব্দুর রাজ্জাক বলেন, ওই ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!