ম্যাসন মাউন্টের হ্যাটট্রিক

স্টামফোর্ড ব্রিজে শনিবার নরিচ সিটির বিপক্ষে চেলসির ৭-০ গোলের জয়ে দারুণ হ্যাটট্রিক করেছেন ইংলিশ মিডফিল্ডার ম্যাসন মাউন্ট। একটি করে গোল করেছেন ক্যালাম হাডসন-ওডোয়, রিস জেমস ও বেন চিলওয়েল। অন্য গোলটি আত্মঘাতী।
এই ৭ গোলেই দারুণ এক রেকর্ড হয়ে গেছে চেলসির। প্রিমিয়ার লিগে এ নিয়ে ১৮ বার ম্যাচে ৬ বা তার বেশি গোল করল চেলসি, ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ নামে নতুন ঢঙে যাত্রা শুরুর পর লিগটির ইতিহাসে এতবার প্রতিপক্ষকে ৬ বা তার বেশি গোলে ভাসাতে পারেনি আর কোনো দল।

ম্যাচের ১৮ মিনিটের মধ্যে দলকে ২-০ গোলের লিড এনে দেন মাউন্ট ও ক্যালাম হাডসন-ওডোই। ৪২ মিনিটে মাউন্টের পাস ধরে স্কোরলাইন ৩-০ করেন রিস জেমস। বিরতির পর আরো চার গোল আদায় করে চেলসি। ৫৭ মিনিটে বেন চিলওয়েল স্কোরলাইন ৪-০ করেন। ৬২ মিনিটে আত্মঘাতী গোল থেকে চেলসি ৫-০ লিড পায়। ৬৫ মিনিটে ডিফেন্ডার বেন গিবসন দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় নরিচ সিটি। তাতে আরো কোণঠাসা হয়ে পড়ে দলটি। ৮৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ৬-০ করেন ম্যাসন মাউন্ট। যোগ করা সময়ে পূরণ করেন হ্যাটট্রিক। সেই সঙ্গে ৭-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় চেলসির। দারুণ এই জয়ে লিগ টেবিলে শীর্ষস্থান মজবুত হলো চেলসির। ৯ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ২২।




