শেরপুরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ভিশন সেন্টারের সহায়তায় ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর রবিবার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়ন পরিষদে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লছমনপুর ইউপির সচিব মো. আব্দুর রশিদ।
সভায় স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের ময়মনসিংহ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. রফিকুল ইসলাম। ওইসময় তিনি বলেন, স্বল্প খরচে ব্র্যাকের ভিশন সেন্টার উন্নত চক্ষু সেবা দিচ্ছে। আপনারা সহজেই চোখের যেকোন সমস্যায় এ ভিশন সেন্টার থেকে উন্নত সেবা নিতে পারবেন।
ব্র্যাকের এরিয়া ম্যানেজার মো. জুবাইদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে প্রধান শিক্ষক মো. ফারুক মিয়া, স্থানীয় ইউপি সদস্য মো. লিটন মিয়া, জুহুর আলী, সুলতান মিয়া ও এরশাদ আলী, পল্লী চিকিৎসক মো. ইমাম হোসেন, ব্র্যাকের মাঠ সমন্বয়ক মো. মাহমুদুল হক সিয়াম, ব্র্যাক কর্মী মো. কামরুজ্জামানসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।