শনিবার দেশব্যাপী বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে ময়মনসিংহ থেকে সহ-সভাপতি ও যুগ্ম মহাসচিব পদে একজন করে এবং কার্যনির্বাহী সদস্য পদে দুইজন নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন-সহ সভাপতি মোশাররফ হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), যুগ্ম মহাসচিব অমিত রায় ((বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কার্য নির্বাহী সদস্য শাহিদুল আলম খসরু (৩১ ভোট) ও আবু সালেহ্ মো. মূসা (২৮ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়াও কার্য নির্বাহী সদস্য পদে জিয়াউদ্দিন আহমেদ (২৩ ভোট), নাজমুস সাকিব (১৪ ভোট) ও রবীন্দ্রনাথ পাল (৫ ভোট) পেয়েছেন।
শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ময়মনসিংহ প্রেসক্লাবে একটানা ভোট গ্রহণ চলে। এতে ৬০ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ৫৯ জন।