শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ জেলা ফুটবল লীগে ১৯ অক্টোবর মঙ্গলবারের খেলায় ফরোয়ার্ড সিরাজুল ইসলাম বাবুর হ্যাট্রিকে প্রতিভা ক্রীড়াচক্রের বিরুদ্ধে ৯-১ গোলের বড় জয় পেয়েছে কাকলি স্পোর্টিং ক্লাব। খেলার ৪ মিনিটের মাথায় কাকলির মিডফিল্ডার নবীর গোলের সূচনা করেন।
এরপর ১৬ মিনিটে ফরোয়ার্ড আতিক মিয়া গোল করে দলকে এগিয়ে দেন। খেলার ৩৪ ও ৩৮ মিনিটে মিডফিল্ডার রশিদ এবং ফরোয়ার্ড শিমুল সাংমা ৬০ ও ৮৪ মিনিটে দু’টি করে গোল করেন। এছাড়া খেলার ২৩, ৭০ ও ৮৯ মিনিটে দলের পক্ষে তিন গোল করে ফরোয়ার্ড সিরাজুল ইসলাম বাবু হ্যাট্রিক পূর্ণ করেন। এটি জেলা ফুটবল লীগের দ্বিতীয় হ্যাট্রিক। আগের দিন কুসুমকলি এসসি’র মিডফিল্ডার রাজু হ্যাট্রিক করেছিলেন।
অপরদিকে, প্রতিভা ক্রীড়াচক্রের মিডফিল্ডার নিতাই রবিদাস খেলার ৫৯ মিনিটে ১টি গোল করে। এতে মৌসুমে নিজেদের প্রথম খেলাতেই ৯-১ গোলের বড় জয় তুলে নেয় কাকলি স্পোর্টিং ক্লাব। রেফারি রকিবুল হাসান খেলাটি পরিচালনা করেন। তাকে সহযোগিতা করেন সহকারি রেফারি মো. শফিউল্লাহ, গোলাম শাহরিয়ার রবিন ও ৪র্থ রেফারি মো. মেরাজ উদ্দিন।
ডিএফএ কর্মকর্তারা জানান, গত ১৬ অক্টোবর থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ শেরপুর জেলা ফুটবল লীগের খেলা। এবারের জেলা ফুটবল লীগে ১৬টি ক্লাব/সংস্থার দল ৪টি গ্রুপে ভাগ হয়ে লীগভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। লীগের স্পন্সর হয়েছে জেএন্ডএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আবেদীন হাসপাতাল।