শেরপুরের নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে ওয়াসিম (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছে। ১৮ অক্টোবর সোমবার বিকেলে উপজেলার কলসপাড় ইউনিয়নের পূর্ব সূর্যনগর গ্রামে ওই ঘটনা ঘটে। ওয়াসিম স্থানীয় মৃত মজিবর রহমানের ছেলে।
জানা যায়, ওয়াসিম অন্যান্য দিনের মতো বাড়ির আশপাশে ঘুরাঘুরি করছিল। পরে দুপুরের কোন এক সময় তার ঘরের দরজা বন্ধ করে সে ফাঁসি ঝুলে আত্মহত্যা করে। ওয়াসিমকে বাড়িতে দেখতে না পেয়ে তার বড় ভাই ফারুক খুঁজাখুঁজির এক পর্যায়ে তার ঘরে জানালা ভেঙে দেখে ঘরের ধরনার সাথে সে গলায় উড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে আছে।
পরে থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থল থেকে ওয়াসিমের লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, ওয়াসিমের মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি।
তবে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।