শেরপুরে জেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর শনিবার দুপুরে শহরের গৃর্দানারাণপুর এলাকায় আয়োজিত এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
ওইসময় তিনি বলেন, এই সরকারকে হঠাতে বিএনপির ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। তাই বিএনপিকে আরও শক্তিশালী করতে দলের পুর্নগঠন প্রয়োজন।
জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন ও মো. শরিফুল আলম।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. হযরত আলীর সঞ্চালনায় বর্ধিত সভায় বিএনপি নেতা এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, আব্দুল আউয়াল চৌধুরী, এ্যাডভোকেট মো. ছামিউল ইসলাম আতাহার, এ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, প্রভাষক মো. মামুনুর রশিদ পলাশ, এমদাদুল হক মাস্টার, এ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান, আবু রায়হান রুপমসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।