শেরপুরের নকলায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও পূজারিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ১৩ অক্টোবর বুধবার রাতে তারা ওই পরিদর্শন করেন।
ওইসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়াম্যান শাহ মো. রোরহান উদ্দিন, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আাব্দুর রশিদ সরকার, জেলা পরিষদ সদস্য সামিউল হক মুক্তা, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, জেলা ছাত্রলীগের সহসভাপতি সৌরভ শাহরিয়ারসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বছর উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে ১৯টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে।